অন্তর্বর্তী সরকারের এক মাস: কতিপয় পর্যবেক্ষণ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেছেন গত ৮ আগস্ট। সে হিসাবে ৭ সেপ্টেম্বর তাদের কার্যকালের এক মাস পূর্ণ হলো। একটি উত্তাল গণবিক্ষোভের মধ্য দিয়ে আকস্মিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভকারী এই সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যের কেউই আগে থেকে জানতেন না যে এ ধরনের গুরুদায়িত্ব তাঁদের ওপর অর্পিত হতে যাচ্ছে।
ফলে কারোরই এ ব্যাপারে কোনোরূপ প্রস্তুতি গ্রহণের বা বাড়ির কাজ (হোম ওয়ার্ক) সেরে নেওয়ার সুযোগ ছিল না। কিন্তু দায়িত্ব যেহেতু তাঁরা গ্রহণ করেছেন, সেহেতু পূর্ব-প্রস্তুতি থাক বা না থাক, নৈতিক অবস্থান থেকে অভ্যুত্থানে অংশ নেওয়া সাধারণ জনগণের কাছে তাঁদের জবাবদিহি করতেই হবে। সে ক্ষেত্রে তাঁদের গত এক মাসের অর্থাৎ কার্যকালের প্রথম মাসের কর্মকাণ্ডের বিপরীতে অর্জিত সাফল্য-ব্যর্থতার মোটা দাগভিত্তিক একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ এখানে তুলে ধরা হলো।