You have reached your daily news limit

Please log in to continue


স্বৈরাচার পতনের পর যে মনোবৈকল্য মাথাচাড়া দিয়ে ওঠে

১৯৭৩ সালের ২৩ আগস্টের ঘটনা। সুইডেনের রাজধানী স্টকহোমে ক্রেডিটব্যাংকেন নামের একটি ব্যাংকের কার্যালয়ে অস্ত্র উঁচিয়ে ঢুকে পড়ল একজন পলাতক আসামি। জ্যান ওলসন নামের ওই অস্ত্রধারী ব্যাংকের চার কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

ওলসনের দাবি, তার একজন কারাসঙ্গীকে মুক্ত করে দিতে হবে, পাশাপাশি তাকে সাত লাখ মার্কিন ডলার ও একটি গাড়ি দিতে হবে। পুলিশ তার সব দাবিই পূরণ করেছিল। ২৮ আগস্ট উদ্ধার হওয়ার আগপর্যন্ত মোট ৬ দিন কর্মকর্তাদের জিম্মি করে রাখে ওই অস্ত্রধারী। এ ঘটনায় শোরগোল পড়ে যায় সারা পৃথিবীতে।

এখানে মজার ব্যাপার হলো, উদ্ধার করার পর দেখা গেল জিম্মিকারীর প্রতি একধরনের সহানুভূতি জন্মে গেছে পণবন্দী ব্যাংক কর্মকর্তাদের মধ্যে। তাঁরা এমনকি জিম্মিকারীর বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে পর্যন্ত রাজি হননি। উপরন্তু জিম্মিকারীকে যখন কারাগারে পাঠানো হয়, তখন তার মুক্তির জন্য অর্থ সংগ্রহও শুরু করেন ওই কর্মকর্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন