ভেজাল আমলাতন্ত্র ভারতীয় গণতন্ত্রের জন্য অভিশাপ

প্রথম আলো রবি কান্ত প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ২১:০৫

রুশ বংশোদ্ভূত মার্কিন লেখক ও দার্শনিক আয়ন র‍্যান্ডের একটি বিখ্যাত উক্তি হলো, ‘একজন ব্যবসায়ী ভুল করলে ক্ষতিটা তাঁরই হয়; আর যদি কোনো আমলা ভুল করে, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন আপনি।’


একজন ব্যবসায়ী আপনাকে তাঁর পণ্য কিনতে বাধ্য করতে পারেন না। এ কারণে যদি তিনি ভুল করেন বা কোনো ক্ষতির মুখে পড়েন, তাহলে এর পরিণতি তাঁকেই ভোগ করতে হয়। কিন্তু কোনো আমলা ভুল করলে ক্ষতিটা হয় করদাতাদের। কারণ, ব্যবসায় খদ্দের চূড়ান্ত বস হলেও সরকারে করদাতারা বস নন।


এনডিএর নেতৃত্বাধীন সরকারে নরেন্দ্র মোদির নতুন মেয়াদের এক মাসে তাঁর আগের মেয়াদের ত্রুটিবিচ্যুতি স্পষ্ট হয়ে উঠেছে। গত মাসটি মোদি সরকারের জন্য চ্যালেঞ্জিং ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও