You have reached your daily news limit

Please log in to continue


শিক্ষাভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোল কোটাবিরোধী শিক্ষার্থীরা

ঢাকায় শিক্ষাভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে এগিয়েছে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের গণপদযাত্রা। আজ রোববার দুপুর ১টার দিকে এ তাঁরা ওই এলাকা পার হয়। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে ১২টা ২০ মিনিটে বিনা বাধায় শাহবাগ পার হন তাঁরা। শাহবাগ থেকে মৎস্য ভবন, এরপর প্রেসক্লাব হয়ে বঙ্গভবন পর্যন্ত তাঁদের এই গণপদযাত্রা চলবে বলে জানানো হয়েছে। 

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের এই গণপদযাত্রা। আশা করি পুলিশ প্রশাসন আমাদের গণপদযাত্রায় সহযোগিতা করবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন