বিল দিলেও চুলা জ্বলে না, বাধ্য হয়ে কিনতে হচ্ছে সিলিন্ডার
মোহাম্মদপুরের বাসিন্দা গৃহিণী খাদিজা ইসলাম দুই চুলায় রান্না করেন। বছরের বড় একটি সময় গ্যাসের চাপ থাকে না। সম্প্রতি এ সমস্যা আরও বেড়েছে। ফলে প্রতিদিনই রান্না করার জন্য রিতিমতো যুদ্ধ করতে হচ্ছে তাকে। ত্যক্ত-বিরক্ত খাদিজা শেষ পর্যন্ত বলেই বসলেন, আর পারছি না, এ ভোগান্তি আর কত দিন?
শুধু খাদিজা ইসলামই নন, বতর্মানে রাজধানীর অধিকাংশ গৃহিণির অভিজ্ঞতা একই রকম। দিনের বড় একটি সময় রাজধানীর বাসা-বাড়িতে গ্যাস থাকছে না। এ সমস্যাটা সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত থাকে। গভীর রাতে গ্যাসের চাপ স্বাভাবিক হয়।
খাদিজা ইসলাম বলেন, দিনের যে সময় চুলায় গ্যাসের দরকার পড়ে সে সময়েই গ্যাস থাকে না। সকাল ও দুপুরের খাবার রান্না করতে খুবই কষ্ট হচ্ছে। রাতের দিকে একটু গ্যাস আসে। তাই দিয়ে কোনোমতে রান্না করে নিই। কিন্তু এভাবে কয়দিন চলবে সেটাই ভাবছি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্যাস সংকট
- সিলিন্ডার গ্যাস