অকালে মাথায় টাক পড়েছে? প্রতিকারের উপায়...
যুগান্তর
প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ১৬:৫৭
বিভিন্ন কারণে পুরুষের মাথা থেকে চুল পড়ে টাক হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর বালিশ ভর্তি চুল দেখে আঁতকে ওঠেন অনেক পুরুষই। আর এমনটা চলতে থাকলে মাথাজুড়ে টাক পড়তেও বেশি সময় লাগবে না। সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে হবে। চলুন জেনে নিই পুরুষদের টাক পড়ার কারণ-
পুরুষদের টাক পড়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া; যা মূলত জিনগত। আর ৫০ শতাংশ পুরুষেরই এর কারণেই হেয়ার ফল হয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে প্রথমে সামনের দিকের চুল ফাঁকা হয়। তারপর ধীরে ধীরে পেছন অবধি টাক বিস্তৃত হয়। এছাড়াও আরও নানা কারণে পুরুষদের মাথাজুড়ে টাক পড়ে।