‘ছবি কেন তুলছিস, তোকে মেরে ফেলব’
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১৮:১২
ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন দাঁতের চিকিৎসক কুরবান আলী। তাঁকে জনসমক্ষে পিটিয়ে খুন করেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। চট্টগ্রামের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ আবাসিক এলাকায় গত ৫ এপ্রিল ঘটে যাওয়া আলোচিত এই হত্যা মামলার আসামি কিশোর গ্যাংয়ের নেতা গোলাম রসুল ওরফে নিশান আজ বুধবার চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে আসেন ৫০ থেকে ৬০ জন সহযোগী ও অনুসারী নিয়ে। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা আদালত প্রাঙ্গণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ছবি তুলতে বাধা দেন।
গোলাম রসুলের সঙ্গে থাকা সুমন খান নামে তাঁর এক অনুসারী ও ছাত্রলীগ নেতা ছবি তুলতে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্র সাংবাদিক সৌরভ দাশকে বাধা দেন। অশালীন ভাষায় গালাগালের পাশাপাশি তাঁকে হত্যারও হুমকি দেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ছবি
- চিকিৎসক
- চিকিৎসকের অবহেলা