আন্তর্জাতিক স্বীকৃতির অর্থ
গণহত্যা বা জেনোসাইড গবেষণার বিষয় হিসেবে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বিদেশেও এ বিষয়ে অনেক প্রকল্প নেয়া হচ্ছে। প্যালেস্টাইন হলোকাস্ট শুরু হওয়ার পর তরুণরা আরো বেশি গণহত্যা সম্পর্কে আগ্রহী হয়ে উঠছে। জেনোসাইড- এর বাংলা হিসেবে যখন গণহত্যা ব্যবহার করি তখন আমার থেকে বয়সে কম, মেধাবী গবেষকরা সন্তুষ্ট হন না। তাঁরা বিদেশে পড়াশোনা করছেন, বিদেশি অর্থায়নে বা দেশি অর্থায়নে, সারাক্ষণ ইন্টারনেট খোঁজেন, অনেক জানেন, বোঝেন, তাদের আপত্তি জেনোসাইড-এর বাংলা গণহত্যা হয় না। কী হয়? কিছুই হয় না।
জেনোসাইড বোঝাতে জেনোসাইড-ই বোঝাতে হবে। হ্যা, ম্যাসাকার-কে গণহত্যা বলা যেতে পারে। ম্যাসাকার কিন্তু জেনোসাইড না। আমার অবস্থা ‘ফান্দে পড়িয়া বগা কান্দের’ অবস্থা। এতো কষ্ট করে আমরা গণহত্যা জাদুঘর করলাম যা পরিচিত জেনোসাইড মিউজিয়াম হিসেবে এখন দেখি এর নাম করতে হবে নাকি ‘ম্যাসাকার মিউজিয়াম’? ১৯৭১ সালে ৩০ লক্ষেরও বেশি হত্যাকে বাংলাদেশ হলোকাস্ট বলা যাবে? ইহুদি হত্যা করলে যদি ‘হলোকাস্ট’ হয়, বাঙালি হত্যা করলে তা হলোকাস্ট হবে না কেনো? গবেষকরা জেনোসাইডের আদি লাতিন শব্দ কেনো ব্যবহার করছেন না কে জানে কেনো।
- ট্যাগ:
- মতামত
- স্বীকৃতি
- অর্থ
- আন্তর্জাতিক