১৪ দলীয় জোট শুধু নামে, অনিশ্চয়তায় শরিকেরা
ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তাদের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের শরিকদের দূরত্ব বেড়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ‘জোট আছে’ এই কথা জোর দিয়ে বলতে পারছে না শরিকেরা। এখন জোটের রাজনৈতিক কর্মসূচি অনেকটা ‘নিয়ম রক্ষার’ কার্যক্রমে পরিণত হয়েছে।
আওয়ামী লীগ ও ১৪ দলের শরিকদের দায়িত্বশীল সূত্র থেকে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, জোট ভেঙে দেওয়া কিংবা বিচ্ছিন্ন হওয়ার দায় নেবে না আওয়ামী লীগ; শুধু নামেই পাশে রাখতে চায় জোটের শরিকদের। অন্যদিকে শরিকদের জোট ছাড়ার ঘোষণা দেওয়ার মতো রাজনৈতিক অবস্থান কিংবা সাহস নেই। তাদের সবাই আগামীর রাজনৈতিক পরিস্থিতির ওপরই জোটের ভবিষ্যৎ ছেড়ে দিয়েছে।
২৩ মে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে জোটের শরিকেরা সরাসরি ১৪ দলের প্রাসঙ্গিকতা আছে কি না, তা জানতে চেয়েছে। জবাবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাসঙ্গিকতা আছে বলেই বৈঠক ডাকা হয়েছে। তবে তাদের এটাও স্মরণ করিয়ে দেওয়া হয় যে শরিকেরা দল হিসেবে দুর্বলই রয়ে গেছে; নিজেদের শক্তি বাড়াতে হবে। এতে শরিকেরা জোটের ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তায় পড়েছেন।
- ট্যাগ:
- রাজনীতি
- রাজনৈতিক জোট
- ১৪ দল