শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

প্রথম আলো প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, ২৩:৪৬

গণ–অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজমাঠে আয়োজিত চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


সম্মেলনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা বিগত ১৬-১৭ বছরে এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশের পক্ষের নন, তিনি ভারতে লোক। আওয়ামী লীগ নিজেই প্রমাণ করেছে তারা এ দেশের কোনো রাজনৈতিক দল ছিল না। তাঁরা অন্য একটি দেশের একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠন ছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও