ভারতের লোকসভা নির্বাচন ও বাংলাদেশের প্রত্যাশা
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে ১৯ এপ্রিল ২০২৪-এ শুরু হয়েছে লোকসভা নির্বাচন, যা চলবে ছয় সপ্তাহ। ভারতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাসহ বহুদলীয় সংসদীয় সরকার রয়েছে। ভারতে প্রায় সাতানব্বই কোটি ভোটার ৪৪ দিনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পার্লামেন্টের নিম্নকক্ষ তথা লোকসভার ৫৪৩ জন সদস্যকে নির্বাচিত করবেন।
যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতায় জিতবে তারা প্রধানমন্ত্রী পদে প্রার্থী মনোনীত করবে এবং ক্ষমতাসীন সরকার গঠন করবে। সরকার গঠন করতে যেকোনো দল বা নির্বাচনী জোটকে ২৭২ জন সদস্যের সমর্থন জোগাড় করতে হয়। বিজেপি বর্তমানে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) নামে পরিচিত একটি জোটের সাথে শাসন করে, সাম্প্রতিক জনমত জরিপগুলো বিজেপি, মোদি এবং তাদের অনেক সহযোগীদের ক্ষমতায় থাকার পক্ষে আভাস দেয়।
- ট্যাগ:
- মতামত
- ভারত
- লোকসভা নির্বাচন
- লোকসভা