যে ৪ লক্ষণে বুঝবেন সঙ্গী প্রতারণা করছে
সম্পর্কে বিশ্বাস না থাকলে তা এক সময় নড়বড়ে হতে শুরু করে। এমনকী ভেঙেও যেতে পারে দীর্ঘদিনের সম্পর্ক যদি না তাতে গাঢ় বিশ্বাস থাকে। অনেক সময় এই বিশ্বাসের সুযোগ নিয়েই আবার অপরপক্ষ প্রতারণার জাল পেতে বসে। তাই বিশ্বাস যেমন থাকবে তেমনই সঠিক মানুষকে বিশ্বাস করছেন কি না তা জানা থাকাও জরুরি। যদিও পুরোপুরি নিশ্চিত না হয়ে কাউকে কোনো বিষয়ে দায়ী করা যায় না কিন্তু কিছু আচরণ দেখে বুঝে নেওয়া যায় যে সম্ভবত আপনার বিশ্বাস ভাঙতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক-
যোগাযোগ কমিয়ে দেওয়া
সঙ্গী যদি হঠাৎ করেই যোগাযোগ কমিয়ে দেয় তাহলে বুঝে নেবেন একটা কিছু ঝামেলা অবশ্যই রয়েছে। বর্তমানে ফোনের মাধ্যমে দ্রুতই যোগাযোগ করা সম্ভব হয়। যত ব্যস্ততাই থাকুক না কেন প্রিয় মানুষটির খোঁজ নেওয়ার সময় পাওয়া যায়ই। তাই যদি দিনের পর দিন কোনো কারণ ছাড়াই যোগাযোগ কমতে থাকে তাহলে সতর্ক হোন। হতে পারে তার কথা বলার মতো অন্য কেউ রয়েছে। তাই এমন পরিস্থিতে সরাসরি তার সঙ্গে কথা বলুন এবং পুরো বিষয়টি সম্পর্কে জানতে চান।
- ট্যাগ:
- লাইফ
- প্রতারণা
- কুলক্ষণ
- সুলক্ষণ
- প্রতারণার ফাঁদ