পুতিন ও শলৎজের মধ্যে কেন এমন বিতর্ক?
দার্শনিক ইমানুয়েল কান্টের জন্ম ৩০০ বছর আগে। মহান জার্মান চিন্তাবিদদের মধ্যে তিনি আজও সবচেয়ে প্রাসঙ্গিক। জার্মানিতে এ বছর উদ্যাপিত হচ্ছে বিশ্ববিখ্যাত দার্শনিক ইমানুয়েল কান্টের ৩০০তম জন্মজয়ন্তী। এই দার্শনিককে নিয়ে নানা অনুষ্ঠানের পাশাপাশি বের হয়েছে স্মারক ডাকটিকিট।
জার্মানির জগদ্বিখ্যাত যেসব দিকপাল দার্শনিকের কথা এখনো স্মরণ করা হয়, তাঁদের মধ্যে প্রথমেই আসে ইমানুয়েল কান্ট, ফ্রেডরিখ হেগেল, আর্থার শোপেনহাওয়ার, ফ্রেডরিখ নিৎশে, কার্ল মার্ক্স, ফ্রেডরিখ এঙ্গেল, কার্ল জেসপার প্রমুখরা।
ইমানুয়েল কান্ট থাকতেন জার্মান সাম্রাজ্যের পূর্ব প্রুশিয়ার রাজধানী শহর কোনিগসবার্গে। সেখানেই তাঁর জন্ম, ১৭২৪ সালের ২২ এপ্রিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজয় ঘটলে এই পুরো অঞ্চল রাশিয়ার অন্তর্গত হয়। ১৯৪৬ সালে রুশরা শহরটির নামকরণ করেন কালিনিনগ্রাদ। কান্ট তাঁর প্রায় পুরো জীবন, আমৃত্যু এই শহরেই কাটিয়েছেন।