কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বড় দুই দলই কি তৃণমূলে নিয়ন্ত্রণ হারাচ্ছে?

যুগান্তর এমএ আজিজ প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪, ১১:২০

দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের নেতাকর্মীদের ওপর কি নিয়ন্ত্রণ, কর্তৃত্ব বা প্রভাব হারাচ্ছে? চলমান উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী মন্ত্রী-এমপির স্বজনদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না আওয়ামী লীগ। প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বুধবার পর্যন্ত দলের কয়েক দফা সতর্কতা, নির্দেশনা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত উপেক্ষা করে মন্ত্রী-এমপির ৫০ জনের বেশি স্বজন ভোটে আছেন।


গত ২০ এপ্রিল দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাদের সতর্ক করে দিয়ে বলেছিলেন, ‘উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের সরে দাঁড়াতে হবে।’ এরপর তিনি বলেছিলেন, ‘শৃঙ্খলাজনিত কারণেই জাতীয় নির্বাচনেও অনেকে মন্ত্রী-এমপি হতে পারেনি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল সময়মতো সিদ্ধান্ত নেবে।’ তারপর তিনি বলেন, ‘ভোটের আগের দিন পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।’ অর্থাৎ দলটি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে। কিন্তু এটি স্পষ্ট, এ চেষ্টাও নিষ্ফল হবে। দলটির কয়েকজন নেতা বৃহস্পতিবার আরও ছাড় দিয়ে গণমাধ্যমকে বলেন, ‘স্বজন হলেও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিরা ছাড় পাবেন। তবে ৩০ এপ্রিল দলের নির্বাহী কমিটির সভা থেকে এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও