You have reached your daily news limit

Please log in to continue


বৈশাখে যেভাবে বাড়িতেই সাজবেন

বাড়িতেই সেজে নেওয়া যায় বৈশাখের জন্য। ইন্টারনেট কিংবা পত্রিকা–ম্যাগাজিনের পাতা থেকে পছন্দসই একটা সাজ বেছে নিতে পারেন। নইলে সাজুন ইচ্ছেমতো, নিজের মতো করে। পরিমিত মেকআপের ব্যবহারে সাদামাটা স্নিগ্ধ সাজই ভালো। সকাল থেকে রাত অব্দি।

প্রথমেই প্রয়োজন ত্বককে প্রস্তুত করে নেওয়া। ক্লিনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং তো অপরিহার্য, দরকার হলে স্ক্রাবিংও সেরে নিতে পারেন। তারপর বাসায় তৈরি কোনো ফেস প্যাক দিয়ে একটু বাড়তি পরিচর্যাও করে নেওয়া যেতে পারে। মেকআপের শুরুতেই বেজ করে নেওয়ার পালা। তবে তার আগে হাতের কাছে যদি জেড রোলার থাকে, তা মুখে বুলিয়ে নেওয়া গেলে খুব ভালো ফল মিলবে। ব্যবহারের মিনিট দশেক আগে রোলারটা ফ্রিজে রেখে দিন। তারপর বুলিয়ে নিন আলতো করে। এতে ত্বকের সতেজ ভাব ফিরে আসবে, কেটে যাবে চোখের ক্লা‌ন্তি। ত্বকের কোষগুলোও উদ্দীপ্ত হয়ে উঠবে। মেকআপটাও দারুণ বসে যাবে ত্বকে। নইলে শুধু বরফই সই। হাতের কাছে প্রাইমার থাকলে মেখে নিন ত্বকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন