বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও নৈতিকতার অবনমন

যুগান্তর একেএম শাহনাওয়াজ প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ১০:১৭

আমি দীর্ঘ প্রায় চার দশক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত রয়েছি। শিক্ষকতার জীবন শেষ করে এখন অবসরে যাওয়ার দ্বারপ্রান্তে। পুরো সময়টায়ই আমি পূর্ণকালীন শিক্ষক ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সাম্প্রতিককালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে নিবেদিত শিক্ষক, কোনো কোনো মেধাবী শিক্ষার্থী ও অভিভাবক এবং সমাজের সচেতন মানুষ নানাভাবে অসন্তুষ্টি প্রকাশ করছেন। শিক্ষা ছাড়াও ক্যাম্পাসে ছাত্রছাত্রী এমনকি শিক্ষকদের মধ্যে বিচিত্র ধরনের নৈতিক অবক্ষয়ের কথা শুনতে হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়গুলোকে আর সাধারণভাবে জ্ঞানচর্চা ও জ্ঞান সৃষ্টির তপোবন বলার আর অবকাশ নেই।


সমাজের মানুষ যারা ভেতরটা ভালোভাবে জানেন না তারা শিক্ষক হওয়ার কারণে বহুবার আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন; এখনো করেন। এ অসহায় মানুষদের একই প্রশ্ন-আমরা বিশ্ববিদ্যালয়ের এমন হাল কী করে করলাম? কেন অন্ধকারমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও