কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বললেন, ‘আমরা কেন কথা বলতে ভয় পাব’

প্রথম আলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ১৩:৫৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তাঁরা প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন।  


আজ সোমবার সকালে নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যানারে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন। বেলা একটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল।


কর্মসূচি থেকে ইভান তাহসিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমরা পড়তে এসেছি। কিন্তু হয়রানি কেন হব। আমরা অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত স্থায়ী বহিষ্কার চাই।’


ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী শওরিন ইরা বলেন, ‘আমরা কেন কথা বলতে ভয় পাব। আমরা সব নিপীড়নের তদন্তের প্রতিবেদন জানতে চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও