![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2021/09/04/49530d005dc0db77367b570a1128adf1-6133400dd15f2.jpg)
দফায় দফায় ফুলের শুভেচ্ছা চান না নতুন শিক্ষামন্ত্রী
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪, ১৮:৩০
সরকারের গুরুত্বপূর্ণ পদে নতুন কেউ দায়িত্বে আসলে কর্মকর্তা-কর্মচারী, সমিতি-ফোরামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে দফায় দফায় ফুলেল শুভেচ্ছা জানান। এটাই প্রচলিত রীতি হয়ে দাড়িঁয়েছে। তবে দফায় দফায় ফুলেল শুভেচ্ছা চান না নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ শনিবার শিক্ষামন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলন স্বাক্ষরিত এক অফিস আদেশে মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়।