বিদেশিরা শক্তভাবেই সুষ্ঠু নির্বাচন আশা করছে, বাড়িয়ে বলতে চাচ্ছি না: সিইসি

ajkerpatrika.com আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩, ১৪:১৭

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে এই প্রত্যাশা করে। তারা যখন আশা করেন তখন বুঝতে হবে তারা বেশ শক্তভাবেই আশা করেন। আমি আর বাড়িয়ে বলতে চাচ্ছি না, শক্তভাবেই আশা করেন।’


আজ রোববার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে এসব কথা বলেন সিইসি। 


পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আগ্রহ ব্যক্ত করছে উল্লেখ করে সিইসির বলেন, ‘সরকারের সঙ্গে আমাদের সাথেও বারংবার তারা সাক্ষাৎ করছেন এবং তাদের প্রত্যাশা ব্যক্ত করছেন যে তারা আশা করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে। তারা যখন আশা করেন তখন বুঝতে হবে তারা বেশ শক্তভাবেই আশা করেন। আমি আর বাড়িয়ে বলতে চাচ্ছি না, শক্তভাবেই আশা করেন। কাজেই তাদের আশাটা অন্যায় নয়। আমরা গ্লোবাল কমিউনিটির সদস্য। নির্বাচন প্রশ্নে আমাদের আন্তর্জাতিক অব্লিগেশন রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে।’ 


কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা নির্বাচনটাকে বিশ্বাস করাতে পারব না। আমার সার্টিফিকেট দিয়ে বা আমাদের সরকারের কোনো মন্ত্রীর সার্টিফিকেট দিয়ে নির্বাচনটা ক্রেডিবল হবে না। ক্রেডিবল হবে যদি দৃশ্যমানতার মধ্য দিয়ে আমরা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাটা ফুটিয়ে তুলতে পারি। এটা ফুটিয়ে তুলতে গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করবেন যারা তাদেরকে আমরা বলে থাকি গণমাধ্যমের কর্মীরা। গণমাধ্যমকর্মীরা শুধু গোপন কক্ষে প্রবেশ করবে না। এ ছাড়া ভোটকেন্দ্রের সর্বত্র বিচরণ করবে। নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে মোটামুটি, মানে ভালোভাবে। নিরঙ্কুশ শব্দটা আমি ব্যবহার করি না। এটা খুব কঠিন। কিন্তু মানুষ যদি সার্বিকভাবে...টেলিভিশনের চ্যানেলে সেদিন আমারও চোখ থাকবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও