You have reached your daily news limit

Please log in to continue


ট্রেনে ফিরতি যাত্রা: ১৩ জুনের টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি শুরু হয়েছে ১৩ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিটের। যাত্রীসেবায় স্বচ্ছতা ও সহজলভ্যতা নিশ্চিত করতে এবারও শতভাগ আসন অনলাইনে ছাড়া হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানায়, ঈদের পর সাত দিনের ফিরতি ট্রেন যাত্রার জন্য বিশেষভাবে অগ্রিম টিকিটের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে ৯ জুনের টিকিট ছাড়া হয়েছে ৩০ মে, ১০ জুনের ৩১ মে, ১১ জুনের ১ জুন, এবং ১২ জুনের টিকিট ছাড়া হয়েছে ২ জুন। এরপরের টিকিট—আগামীকাল বুধবার বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের জন্য ৫ জুন পাওয়া যাবে।

এই বিশেষ ব্যবস্থার আওতায় নেওয়া টিকিট ফেরত দেওয়া যাবে না। এক যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং একাধিক আসনের টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন