কমনওয়েলথের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়নি: ইসি সচিব
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আলোচনা হয়নি। এ নিয়ে প্রতিনিধিদল কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে কমনওয়েলথের চার সদস্যের প্রতিনিধিদল সভা করে। তপশিল ঘোষণার চার দিনের মাথায় সফররত প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত এই বৈঠক হয়।
বৈঠকে সিইসিসহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। এতে অংশ নেন লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের হেড অব ইলেক্টরাল সাপোর্ট সেকশন লিনফোর্ড এন্ড্রো, পলিটিক্যাল অ্যাডভাইজার লিনডে মাললেকা, এক্সিকিউটিভ অফিসার জিপি ওজাগো ও অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায়।
বৈঠক শেষে ইসি সচিব জানান, এটা কমনওয়েলথের অগ্রবর্তী দল। পরিস্থিতি জেনে তারা কমনওয়েলথ সচিবালয়ে গিয়ে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পেয়ে কমনওয়েলথের পূর্ণাঙ্গ টিম নির্বাচন পর্যবেক্ষণে আসার বিষয়ে সিদ্ধান্ত নেবে।