কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তপ্ত রাজনীতির আঁচ শিক্ষার গায়েও

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৩, ০৯:৩৫

গেল সপ্তাহে পাঁচ কর্মদিবসের এক দিন ছিল হরতাল, তিন দিন ছিল অবরোধ। এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে সংঘর্ষ আর গাড়ি পোড়ানোর খবরে শঙ্কিত রোকেয়া আক্তার তার ছেলেকে পড়ার জন্য বাইরে বের হতে দেননি।


রোকেয়াদের বাসা ওয়ারীতে। ছেলে মাহাদি হাসান পড়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে। এ ক্লাসটা পার হলেই নবম শ্রেণি, ফলে সময়টা গুরুত্বপূর্ণ। কিন্তু ছেলেকে স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকাটাও নিতে পারছেন না এই মা।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এভাবে তো চলতে পারে না- আমরা এই অনিশ্চয়তার মধ্যে সন্তানদের স্কুলে পাঠাতে পারি না। করোনার ক্ষতির মত আর কোনো বড় ক্ষতি ছেলেমেয়েদের পড়াশোনায় হোক, আমি তা চাই না।”


বেশ কয়েক বছর শান্তিপূর্ণভাবে চলার পর দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ফের সহিংস হয়ে উঠেছে দেশের রাজনীতি; বছর শেষে এই অস্থিরতা স্বাভাবিকভাবেই শিক্ষা কার্যক্রমে শঙ্কা বাড়াচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও