মাহমুদউল্লাহর সেঞ্চুরির পরও বাংলাদেশের বড় হার
নানা দিক থেকেই বিপরীত প্রান্তে থাকা দুই দলের লড়াই। বাংলাদেশ বিশ্বকাপে চার ম্যাচে জিতেছে কেবল একটি। সমান ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয় তিনটি।
বিপরীত অবস্থান শুধু এখানেই নয়। খেলার ধরনেও। বাংলাদেশ যেখানে ভুগছে আড়াইশ ছুঁতেই সেখানে সবশেষ ৭ ম্যাচে ছয়বার তিনশ ছাড়ানো সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। এর দুটিতে দিয়েছে অন্তত চারশ রানের লক্ষ্য।
টুর্নামেন্টে খুনে চেহারায় দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। উপহার দিচ্ছে একের পর এক সেঞ্চুরি আর বিস্ফোরক ইনিংস। এবারের আসরে দলটির রান রেট ৬.৯৭! বেশ পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রান রেট ৬.৩৪। রান রেটের দিক থেকে এবার সবচেয়ে পেছনে বাংলাদেশ- মোটে ৪.৮৪।
অনেক দিক থেকেই বেশ পিছিয়ে থাকলেও একটা জায়গায় এগিয়ে বাংলাদেশ। দুই দলের সবশেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। বিশ্বকাপেও সবশেষ লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ।