![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/ryd_rDpN8c5.jpg)
আবারও চ্যাম্পিয়ন হয়ে কাঁদলেন মাহমুদউল্লাহ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের হাহাকার দূর হয়েছে ২০২৪ সালে। গত বিপিএলে তাঁর আক্ষেপ ঘুচেছিল ফরচুন বরিশালের হয়ে। এবারও তিনি বরিশালের জার্সিতে জিতলেন আরেকটা বিপিএল শিরোপা। চ্যাম্পিয়ন হওয়ার পর চোখের জল ধরে রাখতে পারেননি।
মিরপুরে গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। মিরপুর শেরেবাংলায় তখন লালের উৎসব। ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থক, ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান সবার চোখে মুখেই শিরোপা জয়ের উচ্ছ্বাস। তাঁদের মধ্যে মাহমুদউল্লাহ ছিলেন ব্যতিক্রম। আবেগ ধরে রাখতে না পেরে কেঁদেই ফেললেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। মাঠেই চোখের জল মুছতে থাকা মাহমুদউল্লাহকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি রিলস পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘আবেগ সামলাতে না পেরে বিপিএল শিরোপা জয়ের পর মাহমুদউল্লাহ কেঁদে দিলেন।’ তাঁকে দেখে সতীর্থরাও যে চোখের জল ধরে রাখতে পারেননি।