![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-02-08%2F7qh43ir6%2F754678-01-02.jpg?rect=0%2C0%2C1954%2C1303&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
গলে প্রথম, গলেই ৫৫০ লায়নের
এই গলেই শুরু হয়েছিল তাঁর গল্পটা।
টেস্ট ক্রিকেটে নিজের প্রথম বলেই উইকেট নিয়ে স্বপ্নের মতো এক শুরু হয়েছিল নাথান লায়নের। সেই উইকেটটাও শ্রীলঙ্কার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার!
লায়নের স্বপ্নের পথচলা এরপর চলতে থাকল, চলতেই থাকল। প্রায় ১৪ বছর পর কাল সেই গলেই দিনেশ চান্ডিমালকে ফিরিয়ে লায়ন পেলেন টেস্টে নিজের ৫৫০তম উইকেট! এরপর কামিন্দু মেন্ডিস হলেন তাঁর ৫৫১তম শিকার। গ্রাউন্ডসম্যান হিসেবে যাঁর ক্রিকেট মাঠে পথচলার শুরু, তিনি এখন টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি, টেস্ট ইতিহাসেই তাঁর চেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র ছয়জন। ক্রিকেটের কিছু গল্প আসলেই রূপকথার মতো!
এশিয়ায় একমাত্র বিদেশি বোলার হিসেবে ১৫০ উইকেট লায়নের!
টেস্টে প্রথম বলে উইকেট পেয়েছেন এখন পর্যন্ত ২৫ জন বোলার। ১৮৮৩ সালে অস্ট্রেলিয়ার টম হোরানকে দিয়ে যার শুরু, গত বছর ডিসেম্বরে এই তালিকায় সর্বশেষ নাম তুলেছেন দক্ষিণ আফ্রিকার করবিন বশ। লায়ন ছিলেন তালিকার ১৮তম ক্রিকেটার। তবে এই ২৫ জনের মধ্যে মাত্র ৯ জন ক্যারিয়ারে ১০টির বেশি টেস্ট খেলতে পেরেছেন। এই তালিকায় ১০০ টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার লায়ন!
- ট্যাগ:
- খেলা
- গল টেস্ট
- সেরা ব্যাটসম্যান
- নাথান লায়ন