![](https://media.priyo.com/img/500x/https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/08/Real-Atletico-67a6e118ecffb.jpg)
রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদকে খোঁচা দিল আতলেতিকো
যুগান্তর
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১
মাদ্রিদ ডার্বির আগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে উত্তপ্ত এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এস্পানিয়লের কাছে সবশেষ ম্যাচে রিয়াল হেরেছিল, এরপর তারা একটি কঠোর বিবৃতি দিয়ে ম্যাচের রেফারিংয়ের সমালোচনা করে। তবে, তাদের এই অভিযোগ ভালোভাবে নেয়নি নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ।