You have reached your daily news limit

Please log in to continue


ফুটওয়্যার ব্যবসায় সাকিব আল হাসান

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান এবং দেশীয় জুতা প্রস্ততকারক প্রতিষ্ঠান স্টেপ ফুটওয়্যার যৌথভাবে নতুন ব্র্যান্ড চালু করেছে, নতুন ব্রান্ডটির নাম 'এসএএইচ ৭৫'।

গতকাল রাজধানীর আমারি ঢাকা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে 'এসএএইচ ৭৫' ব্র্যান্ডের সূচনা করেন সাকিব আল হাসান ও স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির।

মাগুরা-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান জানান, এই ব্রান্ডের অধীনে স্পোর্টসওয়্যার, অ্যাকটিভওয়্যার, ফুটওয়্যার, ক্রিকেট গিয়ার ও এক্সেসরিজ বিক্রি করা হবে।

তিনি আরও জানান, এতে তার ও স্টেপ ফুটওয়্যারের সমান অংশীদারিত্ব থাকবে এবং সারা দেশে স্টেপের ৯৫টি আউটলেটে এসব পণ্য বিক্রি করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন