![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/untitled-1-20250208222644.jpg)
যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে অনিশ্চয়তায় ভারত
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪০
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি দেশকে তাদের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। অর্থাৎ বাকি আর ৪ দিন। অথচ ভারতের মাথাব্যথা এখনো জাসপ্রীত বুমরাহকে নিয়ে। এই পেসার এখনো পুরো ফিট নন। তাকে কি পাওয়া যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে?
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুমরাহকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকার। বুমরাহ পুরো সুস্থ না হলেও মাঠে নেমে অনেক বোলারের থেকে বেশি ভালো বোলিং করতে পারেন। ফলে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হতে পারে
দলে রাখলেও সব ম্যাচ খেলানো হবে না বুমরাহকে। গ্রুপ পর্বে পাকিস্তান ও পরবর্তী সময়ে নক আউটে উঠলে সেখানে খেলতে পারেন বুমরাহ। আসরের মাঝেও তার দিকে নজর রাখবেন চিকিৎসকরা। তাকে পুরো ফিট করে তোলার প্রক্রিয়া চলবে।
- ট্যাগ:
- খেলা
- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি