পরিত্যক্ত ভবনে ডাকঘর, একটু বৃষ্টিতেই `হাঁটু পানি’
গাজীপুরের সাবেক বাসন ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের একটি কক্ষেই চলছে চান্দনা শাখা ডাকঘরের কার্যক্রম। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায় কক্ষে ও বারান্দায়।
এ ছাড়া কক্ষটির দরজা-জানালা ভাঙা; সামনে অটোরিকশা ও লেগুনার স্ট্যান্ড স্থাপন করে যাতায়াতের পথটিও রুদ্ধ করে রাখেন পরিবহনের শ্রমিকরা।
ফলে পোস্ট মাস্টার, রানার, ডাকপিয়ন ও সেবাগ্রহীতাদের প্রতিনিয়তই ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এ ব্যাপারে পোস্ট মাস্টার ফারজানা বলেন, ২০১৯ সালের শেষের দিকে তিনি এখানে যোগদান করার পর থেকেই নানা সমস্যা দেখে আসছেন। ডাকঘরের যে কক্ষটিতে কার্যক্রম চালানো হচ্ছে সেটির দরজা, তিনটি জানালার দুটিই ভাঙা। নেই শৌচাগার, এমনকি খাবার পানির ব্যবস্থাও।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পরিত্যক্ত ভবন
- ডাকঘর