কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘সংখ্যালঘুদের’ অবজ্ঞা করে গণতন্ত্র হবে না: রানা দাশগুপ্ত

বিডি নিউজ ২৪ রানা দাশগুপ্ত প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ১১:৩৬

সতের কোটি মানুষের দেশে যাদের ‘সংখ্যালঘু’ বলা হয়, সেই দুই কোটি জনগোষ্ঠীকে ‘বাদ রেখে’ দেশের গণতন্ত্রযাত্রা কোথায় পৌঁছাবে, সেই প্রশ্ন রাজনৈতিক নেতাদের সামনে রেখেছেন আইনজীবী, অধিকার কর্মী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। 


তিনি বলেছেন, “আমরা মনে করি, রাজনৈতিক দলগুলো যদি গণতন্ত্রের কথা বলে, আইনের শাসনের কথা বলে, তাহলে তাদের গণতান্ত্রিক আন্দোলন সংখ্যালঘুদের বাদ রেখে দাঁড়াতে পারে না। 


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রাষ্ট্রীয় কৌঁসুলির ভাষায়, “যারা এখনো প্রায় দুই কোটি জনগণ, এবং তাদেরকে রাজনীতি বা সামাজিক অঙ্গন থেকে বাদ রেখে কিংবা তাদেরকে অবজ্ঞা করে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না।” 


সারাদেশে দুর্গাপূজার আয়োজনের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে এসেছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। ঐতিহাসিকভাবে বাংলাদেশে ‘সংখ্যালঘুদের’ সামাজিক ও রাজনৈতিক অবস্থান নিয়ে সেখানে খোলামেলা কথা বলেছেন তিনি। তুলে ধরেছেন হিন্দুদের দেশত্যাগ, বঞ্চনা, এবং উৎসবের সময় হামলার মুখোমুখি হওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও