বিলের মাঝে সেতু, নেই সংযোগ সড়ক

বাংলা ট্রিবিউন সাতক্ষীরা সদর প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩, ০৯:৫৩

সাতক্ষীরার বালুইগাছা বিলের বাঁশগাদা খালের ওপর ছয় বছর আগে নির্মিত হয় একটি সেতু। সেতুটি নির্মাণের উদ্দেশ্য ছিল পানি নিষ্কাশন ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন। কিন্তু বিলের মাঝে নির্মিত সেই সেতুর কারণে কোনও সুবিধাই পাচ্ছেন না স্থানীয় জনসাধারণ। সেতুটির চারপাশে অথই পানি। অস্তিত্ব নেই দুই পাশের সংযোগ সড়কের। বিলের মাঝে দাঁড়িয়ে থাকা সেতুটি পার হতে ব্যবহার করতে হয় নৌকা।


সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিস সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থবছরে ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে বাঁশগাদা খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিস।


স্থানীয়রা জানান, সেতুটি ব্যবহার করতে হলে বেতনা নদীর বেঁড়িবাধ থেকে বালুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা সংস্কার প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও