‘বাবা, আমাকে অন্ধকার ঘরে আটকে রেখেছে, এক লাখ টাকা দিলে ছেড়ে দেবে’

প্রথম আলো দক্ষিণ সুরমা প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ২২:৫৭

‘বাবা, আমাকে অন্ধকার একটি ঘরে আটকে রেখেছে। বলেছে এক লাখ টাকা দিলে আমাকে ছেড়ে দেবে। তা না হলে এখানে পচে মরতে হবে। চারজন মিলে আমাকে আটকে রেখেছে। তাদের হাতে বড় বড় বন্দুক। ঘরে আলো-বাতাস ঢোকে না। এক দিনে মাত্র একটি বন (রুটি) খেতে দিয়েছে।’


সিলেটে তিন দিন ধরে নিখোঁজ এক তরুণ তাঁর মায়ের ব্যবহৃত মুঠোফোন নম্বরে কল দিয়ে বাবার কাছে কথাগুলো বলে সংযোগ কেটে দেন।


নিখোঁজ তরুণ ইয়ামিন আরাফাত ওরফে হামিম (১৯) সিলেটের দক্ষিণ সুরমার শ্রীরামপুর শেখপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে। ইয়ামিন সিলেটের দক্ষিণ সুরমার শাহপরান (রহ.) সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ। এ ঘটনায় গতকাল বুধবার তাঁর বাবা জামাল উদ্দিন সিলেটের মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও