কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুই পাশের রাস্তা ছাড়াই ৮ কোটি টাকার সেতু

ঢাকা পোষ্ট দাগনভূঁইয়া প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ১৪:২৭

চলাচলের কোনো রাস্থা না থাকার পরও দুই গ্রামের মাঝে ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সেতু। দেড় বছর আগে সড়ক ছাড়াই সেতুটির নির্মাণ কাজ শেষ করা হয়। তাই ব্রিজ থাকলেও সংযোগ সড়কের অভাবে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ছোট ফেনী নদীর ওপর সড়কবিহীন অবস্থায় দাঁড়িয়ে আছে সেতুটি।


স্থানীয়রা জানান, জায়লস্কর ইউনিয়নের ছোট ফেনী নদীর ওপর ওমরপুর ও উত্তর জায়লস্কর গ্রামের সংযোগ স্থাপনে সেতুটি তৈরি করা হয়। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজে আসছে না। জনগণের ব্যবহার ও চাহিদার গুরুত্ব বিবেচনা না করে এ সেতু নির্মাণের ফলে সরকারি অর্থের পুরোটাই অপচয় হয়েছে।


স্থানীয় বাসিন্দা এমদাদুল হক বলেন, ওমরপুর, উত্তর জায়লস্করসহ তিন গ্রামের মানুষের যাতায়াত সিলোনীয়া বাজার ঘিরে। এখানে বাজার, শহরে যাতায়াত ও যোগাযোগের পরিবহনগুলোও সিলোনীয়া বাজার ঘিরে। কিন্তু কোটি টাকা খরচ করে এ পথে ব্রিজ তৈরির কোনো প্রয়োজন ছিল না। একই নদীর ওপর সামান্য দূরত্বে আরও ৪টি ব্রিজ আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও