সওজের জলাশয়ে প্রভাবশালীর ফিলিং স্টেশন, মানছেন না কাউকেই

বিডি নিউজ ২৪ কুমিল্লা সদর দক্ষিণ প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ১৪:৫৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নিয়ম বহির্ভূতভাবে সড়ক ও জনপথ বিভাগের জলাশয় রাতের আঁধারে ভরাট করে এলপিজি ফিলিং স্টেশন নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।


সওজ ও পরিবেশ অধিদপ্তর জায়গা ছেড়ে দেওয়ার জন্য কয়েকবার নোটিশ পাঠালেও তাতে কর্ণপাত করেননি ওই ব্যক্তি। প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।


চাপের মুখে দিনের বেলায় কাজ বন্ধ রাখলেও এখন রাতের আঁধারে ট্রাক দিয়ে বালু ফেলে প্রায় ৫০ শতক জায়গা ভরাট করা হচ্ছে বলে জনপ্রতিনিধি জানিয়েছেন। এ নিয়ে স্থানীয় মানুষ ও পরিবেশবাদীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।


সরজমিনে গিয়ে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া শুয়াগাজি বাজার ঘেঁষা এলাকায় এক মাসেরও বেশি সময় ধরে এই ফিলিং স্টেশন নির্মাণের কাজ চলছে। সেখানে প্রস্তাবিত ফিলিং স্টেশনের মধ্যে একটি সাইনবোর্ডও লাগানো হয়েছে। এতে লেখা আছে- প্রস্তাবিত মধু এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও