You have reached your daily news limit

Please log in to continue


হাকালুকি হাওরের বৃষ্টিদিন

হাওরের হৃদয়কাড়া রূপে চীনা পর্যটক হিউয়েন সাং বিমোহিত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা হাওরকে আখ্যায়িত করেছিলেন ‘উড়াল পক্ষীর দেশ’ বলে। প্রাচীন গ্রন্থসম্ভারের পসরা খুলে বসলে আপনার মনোজগতে পূর্ববঙ্গ হয়ে যাবে এক ‘উড়া পক্ষীর দেশ’। ওপরে নীল আকাশ আর নিচে অথৈ স্বচ্ছ জলরাশির সরোবর…জলের ওপর বয়ে চলেছে ছোট–বড়–মাঝারি নানা আকৃতি ও মাত্রার নৌকা।

জলরাশির মধ্যে নিমজ্জিত না হয়েও জেগে ওঠা হিজল, করচ, কলমিতে জলকেলি করতে করতে আপনি হয়তো পেয়ে যাবেন নয়নকাড়া সবুজ জলজ বনের রাজ্য এক। কোনো এক ভরদুপুরে বিষ্মিত হতে হতে আপনি হয়তো ভাববেন—এই বনের রাজাধিরাজ তাহলে কোথায়?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন