You have reached your daily news limit

Please log in to continue


মূল্যবৃদ্ধির জরিপ ও বাস্তবতা

দেশের রাজনীতি, অর্থনীতি এবং মানুষের মনোভাব নিয়ে প্রতিনিয়ত জরিপ হচ্ছে এবং ফলাও করে প্রচার হচ্ছে জরিপের ফল। দেশে এবং বিদেশে জরিপ নিয়ে নানা মুখরোচক কথা চালু আছে। কৌতুক আছে পরিসংখ্যান নিয়ে। কারণ মানুষ বাস্তবে যা দেখে, তা সবসময় জরিপে বা পরিসংখ্যানে উঠে আসে না। যেমন একটা কৌতুক আছে এ রকম যে শার্লক হোমস এবং তার গোয়েন্দা সঙ্গী ডা. ওয়াটসন বনের ধারে তাঁবু খাটিয়ে শুয়ে আছেন।

রাতে ঘুম ভেঙে গেলে শার্লক হোমস ওয়াটসনকে জিজ্ঞেস করলেন, আকাশের দিকে তাকাও। কিছু দেখতে পাচ্ছ কি? ওয়াটসন খুব স্মার্ট ভঙ্গিতে বললেন, পাচ্ছি। কী দেখতে পাচ্ছ? হোমসের প্রশ্ন। ওয়াটসন বললেন, আমি দেখতে পাচ্ছি আকাশ জুড়ে লাখ লাখ তারা। এর মানে কী? হোমস জানতে চাইলেন। ওয়াটসন বললেন, আবহাওয়াবিদের দৃষ্টিতে দেখলে আগামীকাল রোদ হবে, দার্শনিকের দৃষ্টিতে দেখলে মনে হবে, এই বিশাল মহাকাশের তুলনায় আমরা কত ছোট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন