
বরিশালে ডেঙ্গুতে এক মাসে ২৯ জনের মৃত্যু
বরিশালে গত এক মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আট হাজার ৪৬৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৪০৭ জন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।
তিনি জানান, গত এক মাসে বিগত সময়ের চেয়ে দ্বিগুণ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসব রোগীদের অনেকেই ট্রাভেল পেশেন্ট। তারা অন্যান্য জায়গা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।