কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এই শিশু দুটির ছবি দেখার পরও বিবেক জাগবে না?

প্রথম আলো আনিসুল হক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬

দুর্ঘটনায়-অপঘাতে কারও অকালমৃত্যুর খবর শুনলে আগে মনে হতো, মৃত মানুষটা তো আমিও হতে পারতাম! এই তো সেদিন, গাজীপুরের এক পোশাক কারখানার কর্মীরা ছুটি নিয়ে বেড়াতে বের হলেন সিলেটের দিকে, পথে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুমড়েমুচড়ে শেষ, মারা গেলেন সাতজন। এই খবর পড়েও মনে হয়েছে, এই লাশগুলোর একটা হতে পারত আমারও। কত জায়গাতেই তো আমরা গেছি মাইক্রোবাস নিয়ে, বেড়াতে, কাজে।


শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠু মারা গিয়েছিলেন (২০১৬) বড় অদ্ভুতভাবে, ধানমন্ডিতে রিকশায় যাচ্ছিলেন, একটা গাছ ভেঙে পড়ে ঠিক তাঁর ওপরেই। এ ধরনের খবর পড়লেও মনে হয়, আমিও তো কত গেছি ধানমন্ডির ওই পথটা দিয়ে, এই গাছটা তো আমার মাথার ওপরেও ভেঙে পড়তে পারত। বেঁচে যে আছি, এই বাংলাদেশে, এই ৫৮ বছর বয়স পর্যন্ত, সেটাই একটা আশ্চর্য ঘটনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও