পাহাড়ে যাওয়ার আগে
তরুণদের ভ্রমণ গন্তব্যে এখন পাহাড় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু অনেকের সে পথে চলাচলের তেমন কোনো অভিজ্ঞতা না থাকায় ঘটছে দুর্ঘটনা। ঘটছে প্রাণহানিও। তাই পাহাড়ে যাওয়ার আগে কিছু বিশেষ বিষয় জেনে রাখা ভালো। তাতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।
কাদাময় পথে চলতে
কর্দমাক্ত উঁচু-নিচু পথে যাওয়ার সময় অবশ্যই পাহাড়ের গায়ে থাকা লতাপাতা বা গাছের ডাল ধরে চলার চেষ্টা করুন। পাশাপাশি বাঁশ বা ট্রেকিং পোল সঙ্গে রাখুন। পাহাড়ে যাঁরা একদম নতুন যাচ্ছেন, তাঁরা অবশ্যই গ্রুপের শারীরিকভাবে শক্তসমর্থ সদস্য অথবা হোস্টের সহায়তা নিন। রাস্তা বেশি উঁচু আর পিচ্ছিল হলে দাঁড়িয়ে নামতে যদি ভয় লাগে, সে ক্ষেত্রে বসে বসে নামতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন, কোনোভাবেই বসে স্লিপ কেটে কেটে নামবেন না। তাতে আপনার পেছনে যাঁরা রয়েছেন, তাঁদের আরও বেশি সমস্যায় পড়তে হবে। শান্তভাবে বসে বসে ধীরে ধীরে ছোট ছোট পা বাড়িয়ে সেই পথ অতিক্রম করুন।