কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মহামারি রূপে ডেঙ্গু : নেপথ্যে আছে অনেক কিছু

জাগো নিউজ ২৪ ফারাজী আজমল হোসেন প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ১৭:২১

করোনা মহামারি পার করে নতুন এক বৈশ্বিক মহামারিতে প্রবেশ করতে যাচ্ছি আমরা। আর তা হলো ডেঙ্গু মহামারি। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেঙ্গু ইস্যুতে সতর্কতা জারি করেছে। বিশ্ব উষ্ণায়নের ফল হিসেবে পূর্বে যে সব দেশে ডেঙ্গুর বিস্তার ছিল না, চলতি বছর এমন বেশ কিছু দেশে ডেঙ্গুর বিস্তার ছিল লক্ষণীয় ২০২২ সালে যেখানে ডেঙ্গু সংক্রমণ হওয়া দেশের সংখ্যা ছিল ১২৯, চলতি বছর এরই মধ্যে ডেঙ্গু সংক্রমণ হওয়া দেশের সংখ্যা ১৪১টি। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


মূলত জুন থেকে সেপ্টেম্বর অবধি নিরক্ষ রেখা বরাবর থাকা অধিকাংশ দেশে চলে ডেঙ্গুর প্রকোপ। বাংলাদেশও এই অক্ষরেখা বরাবর থাকায় এখানে চলতি বছরের মে মাসের শেষ থেকে শুরু হয় ডেঙ্গুর সংক্রমণ, যা বর্তমানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, মার্চ-এপ্রিল মাস থেকে দেশের অভ্যন্তরের চিকিৎসা বিশেষজ্ঞরা চলতি বছর ডেঙ্গু সংক্রমণের বিষয়ে সতর্কবার্তা জানাতে থাকে। দেশি-বিদেশি বেশ কিছু গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও