মন্ত্রিপরিষদের কার্যালয় থেকে কুড়িগ্রাম কত দূর

প্রথম আলো তুহিন ওয়াদুদ প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩, ২০:১৩

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় চাকিরপশার নামে একটি প্রবাহ আছে। সদর ইউনিয়নের ইটাকুড়িতে উৎপন্ন হয়ে উলিপুরের থেতরাই নামক স্থানে তিস্তার সঙ্গে মিলিত হয়েছে। এর পরিচিতি কোথাও চাকিরপশার, কোথাও মরা তিস্তা, কোথাও বুড়িতিস্তা। এই প্রবাহের মধ্যবর্তী পাঁচটি মৌজা চাকিরপশার বিল শ্রেণিভুক্ত। বিলের অংশে প্রবাহ বন্ধ করে আড়াআড়ি সেতুবিহীন সড়ক নির্মাণ করা হয়েছে। ফলে হাজার হাজার একর তিন ফসলি জমিতে জলাবদ্ধতাজনিত অনেক সমস্যা দেখা দিয়েছে। ইরি-বোরো উভয় মৌসুমে ফসলের ক্ষতি হচ্ছে। সড়কটি পাকা করেছে স্থানীয় সরকার বিভাগ।


চাকিরপশার সুরক্ষায় কুড়িগ্রাম জেলা প্রশাসন, রংপুর বিভাগীয় প্রশাসন, ভূমি মন্ত্রণালয়, জাতীয় নদী রক্ষা কমিশন, এমনকি উচ্চ আদালতের নির্দেশনা আছে। কিন্তু চাকিরপশারের জমি বন্ধক রেখে সরকারি ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এমনকি বন্ধক থাকা অবস্থায় বিক্রির ঘটনা ঘটেছে। দুদক এ বিষয়ে কাজ করছে। অমৎস্যজীবীদের লিজ দেওয়া, লিজ বাতিল করার মতো ঘটনাও আছে। উন্মুক্ত জলপ্রবাহকে বদ্ধ জলাশয় ঘোষণা করে সায়রাতভুক্ত করা হয়েছিল। বর্তমান জেলা প্রশাসন প্রায় ৩০৬ একরের মধ্যে ১৪১ একরকে উন্মুক্ত ঘোষণা করেছে এবং সায়রাতভুক্তি থেকে বাতিল করেছে। গায়ের জোরে কয়েকজন প্রভাবশালী এখনো সর্বসাধারণকে নামতে দিচ্ছেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও