বাংলাদেশ নিয়ে দিল্লি-ওয়াশিংটন নানামুখী অঙ্ক

দেশ রূপান্তর সম্পাদকীয় প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ১৬:৪৬

আশা করা হচ্ছে, আগামী জানুয়ারিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের গত কয়েকটি জাতীয় নির্বাচন পর্যালোচনা করলে দেখা গেছে, নির্বাচনের এক থেকে দেড় বছর আগে বিভিন্ন দেশের তৎপরতা শুরু হয়। পক্ষে-বিপক্ষের নানান সমীকরণ ও স্বার্থসংশ্লিষ্ট হিসাব-নিকাশের আলোকে বিদেশি দূতরা সক্রিয় হয়ে ওঠেন। পরিবর্তিত বিশ^ব্যবস্থায় এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন শক্তিধর দেশগুলোর অবস্থান বেশ স্পষ্ট হয়ে উঠেছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও চলছে নানা কথাবার্তা। ব্যাপক সক্রিয়তা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া। তবে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত প্রথম দিকে মৌন থাকলেও ক্রমেই সক্রিয় এবং সরব হচ্ছে। বাংলাদেশের নির্বাচন ঘিরে ভারতীয় গণমাধ্যমও নানামুখী বিশ্লেষণ হাজির করছে।


সোমবার এবং রবিবার ভারতের দুই প্রভাবশালী গণমাধ্যমের পৃথক প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান উঠে এসেছে। প্রথমটি দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এবং পরেরটি দ্য হিন্দুর ফ্রন্টলাইন পত্রিকায় প্রকাশিত হয়। প্রতিবেদন দুটির বিশ্লেষণে একদিকে যেমন আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন উঠে এসেছে, পাশাপাশি বাংলাদেশ ঘিরে ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থের বিষয়ও প্রকাশ পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও