গভীর খাদে পাকিস্তান
পাকিস্তানের বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে তিন সপ্তাহও বাকি নেই। সেখানে আসন্ন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ইসহাক দারের নাম শোনা যাচ্ছে। তাঁর নাম নির্বাচনী আলোচনায় চমকপ্রদ মোচড় নিয়ে এসেছে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেনি। তবে এ পদের জন্য দলটির শীর্ষ নেতারা তাঁর ব্যাপারটি গুরুত্ব দিয়ে ভাবছেন। তাঁর নাম যেভাবে এসেছে, এর পেছনে নিশ্চয় উদ্দেশ্য রয়েছে।
ইসহাক দার পাকিস্তানের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দলটির সর্বময় ক্ষমতার অধিকারী নওয়াজ শরিফের আত্মীয় এবং আস্থাভাজন। জটিল নির্বাচনী তরী পার করাতে তাঁকে সবচেয়ে বিশ্বস্ত হিসেবে বিবেচনা করা হয়। যদিও পরীক্ষামূলক এ প্রস্তাবনা হালে পানি পায়নি। দলের মধ্যেই জ্যেষ্ঠতা বিবেচনায় তাঁর বিরুদ্ধে কথা উঠেছে। পাকিস্তান জোট সরকারের গুরুত্বপূর্ণ একটি দলও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। বিতর্ক কিন্তু এখনও থামেনি। পিএমএল-এন নেতৃত্ব তথাকথিত নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থার ঝুঁকি নিতে নারাজ। ইসহাক দার নাটক তারই বহিঃপ্রকাশ।
- ট্যাগ:
- মতামত
- পাকিস্তান
- তত্বাবধায়ক সরকার
- নওয়াজ শরিফ