
বৃষ্টি হতে পারে সব বিভাগেই, গরম কমার সম্ভাবনা নেই
আজ দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এর সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এ ছাড়াও অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় হালকা ও মাঝারি ধরনসহ বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে।
আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায়, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতে ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার হতে পারে। সেই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।