যুব বেকারত্ব ও চীনের অর্থনৈতিক ভবিষ্যৎ
চীনে যুব বেকারত্বের হার দেশটির ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চীন সরকারের মে মাসের তথ্যানুযায়ী, ১৬-২৪ বছরের চীনা তরুণদের ২০ দশমিক ৮ শতাংশই এখন বেকার। দেশটিতে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের জন্য উচ্চবেতনের দক্ষতাভিত্তিক চাকরির বাজার দিন দিন সংকুচিত হচ্ছে। বিবেচ্য যে, ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে দেশটির প্রযুক্তি খাতে হাজার হাজার পদ ছেঁটে ফেলা হয়েছে। কভিড মহামারী, কঠোর প্রতিযোগিতা আইন, পুঁজিবাজারে বিধিনিষেধ আরোপ এবং প্রযুক্তি খাতে দমন নীতি চাকরির বাজার সংকোচনের মূল কারণ। সরকারের দ্রুত পরিবর্তনশীল নীতিমালার কারণে উদ্ভূত অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি দেখে আর্থিক খাতেও ছাঁটাইয়ের প্রবণতা বাড়ছে।
জুনে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সদ্য গ্র্যাজুয়েট বেকারদের দুর্দশা চিত্রায়িত ছবি ও বার্তায় ছয়লাব হয়ে গিয়েছিল। নিম্ন বেতনের চাকরির বাজারে কিছুটা প্রবৃদ্ধি বজায় থাকায় সেটাই এখন তরুণদের আশা-ভরসার জায়গা। উচ্চশিক্ষার জন্য বিপুল ত্যাগ স্বীকারের পর চীনা শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা নতুন এ অর্থনৈতিক বাস্তবতায় খাবি খাচ্ছেন।