You have reached your daily news limit

Please log in to continue


খেসারত কিন্তু আমাদেরকেই দিতে হবে

শিশুকে কে লালন করবেন? মা নাকি অন্য কেউ? বর্তমান সামাজিক প্রেক্ষাপটে একজনের উপার্জনে পরিবারের ব্যয় নির্বাহ বেশ কঠিন। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের পড়াশোনা, বিনোদন, সামাজিকতা রক্ষা ইত্যাদি খরচের অর্থ সংস্থান করতে গিয়ে পরিবারের কর্তাকে হিমশিম খেতে হচ্ছে। বাধ্য হয়েই অনেক গৃহিণীকে ঘরের বাইরে এসে উপার্জনের জন্য কাজ করতে হচ্ছে। দৃষ্টিভঙ্গিতেও এসেছে পরিবর্তন। একটা সময় মনে করা হতো, ঘর সামলানো, সন্তান মানুষ করা এই কাজগুলো শুধু স্ত্রী করবে। এখন সময় পাল্টেছে।

পুরুষের পাশাপাশি মহিলারাও ঘরের বাইরের কাজে অংশগ্রহণ করছে। অনেক ক্ষেত্রে স্বামীর পাশাপাশি স্ত্রীরাও উপার্জন করে পরিবারে সমান অথবা বেশি অবদান রাখছে। এই বিষয়গুলো নিঃসন্দেহে সামাজিক অগ্রগতির লক্ষণ। কিন্তু বিপত্তি ঘটে শিশুর লালন নিয়ে। পরিবারে শ্বশুর-শাশুড়ি অথবা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে, খুব বেশি একটা বেগ পেতে হয় না। তবে পরিবার যদি একক হয়, অনেক মা-বাবা বাসায় গৃহকর্মী রেখে, সাময়িক সমাধান খোঁজার চেষ্টা করেন। অথচ এর ফলে শিশুর যত্ন ও বিকাশে কী ক্ষতি হচ্ছে, তা কি কখনো ভেবে দেখছি?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন