ইসরায়েলি অবরোধ এবং পশ্চিমা মিডিয়ার কপটতা
অনেক পশ্চিমা সাংবাদিক যেন ইসরায়েলকে রক্ষা করতে এক পায়ে খাড়া, এমনকি মিথ্যা বলতেও রাজি। কথাটা তারা কখনো স্বীকার করবে না বটে, কিন্তু এটাই তারা করে আসছে বারবার। এবার বর্ণবাদী ইসরায়েলের জঙ্গি নেতারা জেনিন শরণার্থী শিবিরের নারী-শিশুসহ ১৪,০০০ ফিলিস্তিনিকে আক্রমণ করতে সেনাদের একটি ব্রিগেডকে নির্দেশ দেওয়ার ঘটনায় তাদের মিথ্যাচার রাখঢাক ছাড়া বেরিয়ে পড়েছে। শুরুতে যে ‘জঙ্গি, ‘বর্ণবাদ’, ‘আক্রমণ’ বললাম এই তিনটি শব্দ বেশির ভাগ পশ্চিমা সম্পাদকরা ইসরায়েলের ধারাবাহিক ধ্বংসাত্মক কর্মসূচি বর্ণনার সময় সচেতনভাবে এড়িয়ে যান। এর চেয়ে তারা মিথ্যা বলতে বেশি পছন্দ করেন।
গত সপ্তাহে ২০০০ ইসরায়েলি সৈন্য সাঁজোয়া যান, ড্রোন, রকেট এবং হেলিকপ্টার গানশিপ নিয়ে অধিকৃত পশ্চিম তীরে ঝাঁপিয়ে পড়ে। টানা দুটি দিন ফিলিস্তিনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং উপর্যুপরি হামলা চালিয়ে পরিবেশ ভয়ংকর করে তোলে। অথচ দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের শিরোনাম দেখলে মনে হয়, যেন কিছুই ঘটেনি। তাদের ভাষায় ইসরায়েল জেনিনে ‘আক্রমণ’ করেনি, কেবল একটি ‘অপারেশন’ ‘লঞ্চ’ করেছে। ‘অপারেশন’ শব্দের মধ্যে কী একটা নিরীহ, বলতে গেলে বিপদমুক্তির ভাব আছে, তাই না? এতে কয়েকটি বিষয় ফুটে ওঠে। প্রথমত, ‘অপারেশন’ বলতে বোঝায়, যাদের ‘অপারেশন’ হচ্ছে তারা সম্মতি দিয়েছেন। দ্বিতীয়ত, ‘অপারেশনে’র ভালো উদ্দেশ্য হলো, যা ভেঙে গেছে তা মেরামত করা। সর্বশেষ কথা হলো, একবার একটি ‘অপারেশন’ সম্পূর্ণ হলে সেখানে আরেকটি ‘অপারেশন’র সাধারণত প্রয়োজন হয় না।
- ট্যাগ:
- মতামত
- মিডিয়া
- অবরোধ
- ইসরায়েল
- পশ্চিমা বিশ্ব