৫৯২ কোটি ডলার চায় পিডিবি
প্রথম আলো
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৩, ০৭:৩২
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও জ্বালানি তেল জোগাড় করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রা ডলারের সংকটে জ্বালানি আমদানি ব্যাহত হচ্ছে নিয়মিত। এর পাশাপাশি বিদেশি বিদ্যুৎকেন্দ্রের বিল ও ঋণের কিস্তি পরিশোধ করা যাচ্ছে না। গত অর্থবছরের বকেয়া ও চলতি অর্থবছরের জন্য ৫৯২ কোটি ডলার লাগবে বিদ্যুৎ খাতে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে ইতিমধ্যে ডলারের চাহিদা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। জ্বালানির অভাবে গত বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত লোডশেডিং করা হয়। এ বছরও এপ্রিল থেকে জুন পর্যন্ত বড় একটা সময় ব্যাপক হারে লোডশেডিং করা হয়েছে। ডলারের জোগাড় করা না গেলে আবারও লোডশেডিং করতে হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ৪ সপ্তাহ আগে