পিডিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় প্ল্যান্ট বন্ধ করবে খুলনা পাওয়ার কোম্পানি
ডেইলি স্টার
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩২
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) বিদ্যুৎ বিক্রি চুক্তির মেয়াদ ৯ ফেব্রুয়ারি শেষ হবে। তাই কেপিসিএল তাদের প্ল্যান্ট বন্ধের বিজ্ঞপ্তি দিয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেপিসিএল।
সামিট গ্রুপ ও ইউনাইটেড গ্রুপের যৌথ মালিকানাধীন কেপিসিএলের বিদ্যুৎ বিক্রি নিয়ে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিপিডিবির সঙ্গে ১৫ বছরের চুক্তি আছে।
ডিএসইতে দেওয়া বিজ্ঞপ্তিতে কেপিসিএল জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে প্লান্টটি বন্ধ হয়ে যাবে, এ সময় জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেপিসিএল আরও জানিয়েছে, তারা পাঁচ বছরের জন্য বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়নের অনুরোধ জানিয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে