কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৩ লাখ কোটির বেসরকারি বিদ্যুৎ

দেশ রূপান্তর প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪১

বেসরকারি ও ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে ১৪ বছরে ৩ লাখ ২২ হাজার ২৫১ কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে সরকারের। এর মধ্যে ক্যাপাসিটি চার্জ বাবদ গুনতে হয়েছে ১ লাখ ১৬ হাজার কোটি টাকারও ওপর। অন্যদিকে এ সময়ে পিডিবির নিজস্ব, সরকারি ও যৌথ (সরকারি-বেসরকারি উদ্যোগ) বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে ব্যয় হয়েছে মাত্র ৮৩ হাজার ৪২১ কোটি টাকা।


রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) তার নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি বেসরকারি খাতের আইপিপি ও ভাড়াভিত্তিক এবং সরকারি ও সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে নির্মিত কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ কিনে থাকে। এ ছাড়া ভারত থেকেও বিদ্যুৎ আমদানি করা হয়। পিডিবি তুলনামূলক বেশি দামে বিদ্যুৎ কেনার পর এতে ভর্তুকি দিয়ে কম দামে বিক্রি করে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছে। এ বিদ্যুতের দামের সঙ্গে বিতরণ কোম্পানিগুলো তাদের মুনাফা যোগ করে বিক্রি করে গ্রাহক পর্যায়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও